Ovinews24

লেডি ম্যাকবেথ । বদরুজ্জামান আলমগীর

26/05/2020

বসন্ত বাতাসের জলাতঙ্ক। ফুটে থাকা সারি সারি চেরি- কবরের খোঁপায় খোঁপায় সেফটি পিনে আটকানো লাল ফিতা। কুকুর লাইন ছাড়া এলোমেলো, খোঁয়ারিতে ঢুলুঢুল, পানির অন্তরে রূপালি ঢেউয়ের বদলে দেখে ফাটা ডালিম ফল, আগুনের তারাবাতি। তার জিভ তৃষ্ণায় হিলহিলে, তবু পারে না- এক চিমটি জলও জিভে তুলতে পারে না; ভাবে- পান খেয়ে ঠোঁট লাল করা লীলাবালিদের উলকি।

লেডি ম্যাকবেথ পাগলা ঘোড়া- জাগরণে ভীত, সজারুর কাঁটা, ঘুমে ত্রাহি সংকুচিত শামুক- হাত ধোয়, অবিরাম হাত ধুতে থাকে – মানুষটি একাএকা কার্তিকের চাঁদ, সীমানাডিঙানো হোমোস্যাপিয়েনস- লেডি ম্যাকবেথ বারবার হাত ধোয়- হাতে ডানকানের লৌ- ডলফিনের রক্ত!

Related Post