Author: আবুল এহসান

কবি। জন্ম কিশোরগঞ্জ জেলায় ১৯৬১ সালে।

চাঁদের চুমু চাঁদটা ছিল আমার দুহাত সামনে।তার সমান্তরালে হাঁটবো বলে দ্রুতি বাড়িয়েছি যতোততই দূরে সরে গেছে সে।আহা চাঁদ, সোনালী অধরা আমার, ক্লান্তিই ছিল তোমার শেষ উপহার!একদার কিশোর এভাবেই জেনেছিল,উল্টোযাত্রায় নিজের পথে কিভাবে কাঁধে ছোঁয়াতে হয় চাঁদের চুমু।মায়ের মমতাঘেরা চোখ কতটা একান্ধ হলেসৃষ্টি পৌঁছে গন্তেব্যে,ওকথা ভুলিনি আমি!আমার বাউলিপনায় তিক্ত বাবা যখন রাতের ছিটকিনি তুলেঘরকে করতেন বাহির,মা তখনো খুঁজে পাওয়া চাবির ঘোছার মতোগলি থেকে আমাকে কুড়িয়ে বেঁধেছেন সযত্ন আঁচলে,ওাতের গভীরতাকে বুকে টেনেসঙ্গোপনে তাড়িয়েছেন আমার দুবির্নীত উপোস;যেন কতদিন খাওয়া হয়নি তার! প্রগাঢ় সবুজে উজ্জ্বল বাউলের মতো আমার সুগন্ধি মা যেননাড়ীর টানেই বুঝতেন,এঁদো ডোবা আর ঝোপ-জংলার ভিতর ঝিঁঝির ডাকই সত্য ভাষণ।আমি ভুলিনি ওসব কথা।সকল…

পড়ুন