Author: আশুতোষ ভৌমিক

রক্তবিজয়গীত বাতাসের সারা অঙ্গ ভেজা কার রক্তে?অগ্নিজিহ্বা চেপে ধরে টুটি কার শক্তে?প্রাতকুসুমের সব ঘ্রাণ ভিজে গেছে লাশপচাগন্ধেকাঁপে ঘর থরথর লালন না হাছনের দ্রুতগতিছন্দে বনকুয়াশার বুক ছিঁড়ে উঁকি দিতেই কমলাবরন সূর্যগর্জে উঠে বধ্যভূমি, কে রে তুই? ‘আমি রণতূর্য’।হৃদয়ে হৃদয় খোঁজে জোছনাপ্লাবন-হৃৎগোধূলির ধূসরিমা গায় শোন রক্তবিজয়গীত ঘরের ভেতর মানুষ মানুষের ভেতরে ভয় ঘরের ভেতর মানুষ। মানুষের ভেতরে ভয়।জানালা বন্ধ।দরজা বন্ধ।ছায়ায় বদ্ধ জোছনার কাঁপছে শরীর।আমরা বড় দুর্দশাগ্রস্ত। আমরা বড় মন্দনসিবের জাত।আমাদের ফুলগুলো বড় হতে হতে আর বড় হতে পারে না!ঘ্রাণ ফুটতে না ফুটতে ঝরে যায়!আমরা আর কখনো ঘ্রাণ নিতে পারি নাচরম রৌদ্র কী বিষ্টির দিনেওএতটা বাড়াবাড়ি মেনে নেয়া দুষ্কর।নিসর্গ! ইচ্ছে হয় জাতিসংঘের কাছে…

পড়ুন