Author: গোলাম শফিক

জন্ম ১ মার্চ, ১৯৬১, কিশোরগঞ্জের সরিষাপুর গ্রামে। যুক্ত আছেন নাট্যদল ‘পালাকার’-এর সাথে। রচনা করেছেন ‘শিলারি’, ‘বাইচাল’, ‘মানগুলা’, ‘ভূমধ্যসাগর’, ‘ঝরে যায় মঞ্চকুসুম’, ‘উত্তর দক্ষিণ’, ‘এই পিরীতি সেই পিরীতি নয়’ সহ অসংখ্য নাটক। এছাড়াও তাঁর ৫টি ছোটগল্প, ৬টি ভ্রমণকাহিনি, ৮টি কাব্য, ৩টি প্রবন্ধ এবং ২টি শিশুতোষ গ্রন্থ প্রকাশিত হয়েছে।