Author: নাসিরুল ইসলাম

১ .ভাবনার ইতিহাস : সুদীর্ঘ অতিক্রমণ দৈবে বিশ্বাস নেই, নইলে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দের মানবসভ্যতার ইতিহাসের এই সবিশেষ ব্রাহ্মক্ষণটি বোধ করি সহজেই তার দৈবত্ব দাবি করে আমাদেরকে অভিভূত করে ফেলত। খ্রি.পূ. ৬০০ অব্দ। কবি-কল্পনা হলে বর্ণনাটি এমন হতো – প্রথম উষালগ্ন, মানবসভ্যতার মননের ইতিহাসের কেবল-উঠি-কোমল সূর্যখানা তার টলমলে আলো ফেলে প্রথম পূত আঁচড় কেটে গেল মাটিতে, পথিক হবার প্রথম মন্ত্র তার কণ্ঠে – কী পূর্বে, কী পশ্চিমে; পুরনো বিশ্বাস ছেড়ে বেরিয়ে আসছে মানুষ এক সুদীর্ঘ আত্মজিজ্ঞাসার পথে। এদিকে ভারতবর্ষে বুদ্ধ, মহাবীর মঙ্খলীপুত্ত, রামজীবক, চীনে কনফুসিয়াস, লাওৎসে, পারস্যে জরাথ্রুষ্ট, গ্রিসের সামোস দ্বীপে পিথাগোরাস, মিলেটাসে থেলিস, অ্যানাক্সিমেনিস – এ কি কোনো দৈব? নাকি…

পড়ুন