একটি টিপের জন্যে
বিশ্ব থেকে বহুবিশ্ব অসীমেরে দিয়েছি ঠাঁই
এ হৃদয় তবু ফাঁকা পড়ে থাকে।
কল্পনার যা কিছু আছে বাকি
দুঃখ যদি দাও তারও বেশি এঁটে যাবে সবই।
নক্ষত্রেরা জাগে ক্ষয়ে ক্ষয়ে মরেও যায়,
সাগরের ঢেউগুলো তবু ঠিক ঠিক তীরে মিলায়,
ধ্যান ভেঙে তাকায় না মৌন পাহাড়
আলাদা ঘটনায় অসীমের রূপ এক হয় কি আর?
কত বোধ আসে প্রগাঢ় বিশ্বাসের আকরে
কত বোধ মিলায় প্রমাণের কঠিন চাপে
এ করোটি তবু কি বিশাল শূন্য পড়ে থাকে।
অথচ ছোট্ট একটি টিপ,
গাধার ললাটে যা কখনো পায় নি শোভা,
পরবে বলে কোনো গরু দাঁড়ায় নি আরশির সামনে,
পাল থেকে ছুটে এসে কোনো ভেড়া
যাকে ভাবে নি কোনোদিন,
যে ঘোরে বিকশিত মনের প্লাবনে
একা নিবিড় বনে চিত্রা হরিণের গায় ;
তোলে এনে তাকে তৃতীয় নয়নের ছটায়
যখন মানবী পরে সৌন্দর্যের নিটোল তাপে,
আকাশের গায়ে চাঁদকে বোঝ না তুমি,
ঠাঁই নেই এতটুকু ঠাঁই নেই,
শুধু খাদ্য বোঝ, কাম বোঝ,
ঝিমধরা শব্দে ঢাউশ ঘুড়ির চঞ্চল পেখম বোঝ না
গুহাচিত্রে মগ্ন আঙুল
মোহিত কেন পাথরের বুকে ভাবো না।
এখনো জন্মাও নি তুমি
এখনো মানুষ নও
এখনো তুমি কোনো এক ভেড়ার হৃদয়,
একটি টিপের জন্যে দারুণ ছোট!