লেখা পাঠাতে
১. অপ্রকাশিত লেখা প্রকাশের জন্য অগ্রাধিকার পাবে।
২. ওয়ার্ড ফাইলে (.doc অথবা .docx) কিংবা ই-মেইলের বডিতে লেখা পাঠাতে হবে, এই ইমেইলে : deshlai.bd@gmail.com
৩. ই-মেইলের সাবজেক্টের ঘরে লেখার বিষয় উল্লেখ করতে হবে। যেমন : কবিতা/গল্প/উপন্যাস/গদ্য/প্রবন্ধ ইত্যাদি।
৪. লেখার সঙ্গে অবশ্যই লেখকের সংক্ষিপ্ত পরিচিতি, এক কপি ছবি এবং যোগাযোগের সুবিধার্থে ফেসবুক আইডির (যদি থাকে) লিংক দেওয়া অত্যাবশ্যকীয়।
৫. কবিতার ক্ষেত্রে অবশ্যই গুচ্ছ কবিতা (সাত থেকে দশটি) পাঠাতে বিশেষ অনুরোধ রইলো।
৬. সব ধরণের লেখায় শব্দসংখ্যা অনির্দিষ্ট।
৭. শুদ্ধ বানান এবং সঠিক বাক্যের লেখা মননশীলতা ও সর্তকতার পরিচয় বহন করে; আমরা স্বাভাবিকভাবে এটা সকলের ক্ষেত্রে প্রত্যাশা করি।
৮. কোনো লেখায় বিশেষ কোনো সম্পাদনা প্রয়োজন থাকলে লেখক ও দেশলাই টিম যৌথভাবে তা সম্পাদনা করবে।
৯. লৈঙ্গিক বিদ্বেষভাবাপন্ন ও সাম্প্রদায়িক কোন লেখা অগ্রহণযোগ্য। প্রকাশিত হবে না।
১০. লেখা পাঠানোর পরবর্তী দুই মাসের মধ্যে লেখাটি প্রকাশিত না হলে তা প্রকাশের জন্য অমনোনীত বলে ধরে নিতে হবে।
১১. কোন লেখা প্রকাশিত না হলে দেশলাই টিম কারো কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে না।