বৈশাখ
চৈত্র বলে যাত্রীরা সব নামো
এখানেই পথের শেষ ঘুরে যে এলাম কত না প্রান্তর
কত না নতুন দেশ ।
তোমার ভ্রমণ হয়েছে সারা
নামো নামো ত্বরা করো দু’হাত বাড়িয়ে বোশেখ বলে
এসো পথ চলা হোক শুরু ।
কিসের শেষ কিসের ভয়
সবে শুরু নতুন প্রভাত কিসের শোক কিসের মাতম
পেছনে পড়ে যে বাসি রাত ।
এস শুরু করি নতুন আবাদ
ছিটাও জমিনে নতুন ধান বাঁশি লও হাতে নবীন কিষান
উঠাও সুরে বোশেখি গান
আকাশে পাখা মেলে উড়ে চলে বৈশাখ ,
সে যে বেপরোয়া শুনে না কারো পেছনে ডাক ।
নবীনে প্রবীন
: দাদাভাই ওঠো
আজ পহেলা বৈশাখ
: জ্বালাস নে দাদু
থাক সব পড়ে থাক ।
: কি জে বল দাদা
পড়ে থাকবে কেন
আজ তো নতুন দিন , আমি তুলি সুর
তুমি শুধু শোনো
কোথা সে পুরনো বীণ ?
কত কিছু পেলে
কত কিছু বাকি
রাখো এই হুতাশন, নবীন-প্রবীণে
এসো মিলে করি
বোশেখের আয়োজন।