উৎসব
গাছের আড়ালে লুকিয়ে আমি-করোটির রক্ত চুষি
তবুও তোমার প্রেমের বাগানে উৎসব উৎসব খেলি।
বাঁশি বাজে রোজদুপুরে- হেলান দেওয়া গাছে
মাতৃক্রোড়ে আকাশ দেখি-চারিদিকে আগুন ফেলে
মায়ের হাতের মুঠিপিঠা ঘুম ভাঙিয়ে দেয়
কোকিল পাখি বৃক্ষে শাখে করুণ চোখে চাই
মেলায় ঘুরি শাদা পাঞ্জাবী-তুমি নিষ্পাপ নারী
মনের ঘরে বাজবে বুঝি জীবনের ডুগডুগি
সবকিছু আজ তুচ্ছ অতি- দুরত্ব মাপে প্রেম
তুমি যতই পায়রা উড়াও-আমি নতুনদিন
শান্তি ভেলায় আকাশ দেখি…উৎসব মানে ঋন
বিষমাখা আজ তপ্তদুপুর-সূর্য হাসে খিল খিল।
রক্তাক্ত তোমার সিঁদুর
বাড়ি-পায়ে মেখে আলতা
রাত্রির বাতাস শরীরে এখন জলের দিকে ছুটে চলা…