অসময়ের গান
চল চলে যাই দিন গোনার-
প্রথম প্রভাতে,
ছড়িয়ে পড়া ভোরের আভায়-
চিৎকার করে বলি;
এ-আমার প্রথম রবি।
প্রথম আলো গায়ে মেখে,
পবিত্র হই চলো!
তুমি-আমি গলাছেড়ে গাই-
চিরনবীনের গান।
বিপন্ন মাঠ ভরে উঠুক-
বীজ-ফসলের মিছিলে।
কৃষাণ, নিড়ানীতে উড়ে যাক-
নগ্ন আগাছার প্রোথিত মূল।
তুমি-আমি স্বপ্নবুনি,
লাটাই ছেঁড়া ঘুড়ির মতো;
কিংবা তুমি গেয়ে ওঠো-
শিকল ভাঙ্গার গান।
এভাবে চলতে-চলতেই….
পাড়ি দেবো সময়ের ঢেউ,
তোমার হাতের রেখায় এঁকে দেবো-
আগামীর দিনপঞ্জিকা……
সময়ের নিয়মে দিন-মাস-বছর যাক বয়ে;
তোমার-আমার অন্তহীন ভালবাসার-
কথা বলতে-বলতে।