নন্দন ব্যাপারীর কারবার কিংবা বাঙালমেল
নন্দন ব্যাপারী হাঁইট্টা গ্যালে
পাখির ডানা খইসা পড়ে
এই নিয়া দেনদরবার জোড়াসাঁকোর এইপাড়
পোয়াতি মেঘেরকালে ওলানবতী হয় ফসলের রেণু
সেঔসব অঙ্ক বুইঝা মহাজন
ব্যাপারীয়ার হাঁটে হাঁটুরিয়ার ভিড় ঠেইল্লা
কবজির জোরে চায়ের কাপ ঘুইরা যায়
আয়ুবেদী হেকিম উদ্দেশ্যহীন চৌমহনীতে
নিম্নচাপের দাওয়াই খুলছে
রিচার্ড ইটন এসব বুঝে কহেন – It was rooted politically in bengal
আমরা বাঙালমেল ধানবুনি, গুণবানি,গান গাই
পলিজমা বহতা মায়ের কোলে – wet rice cultivation
দা-কুড়াল-খন্তা; লাঙল-ঝোয়াল-হাঁড়ি; কুড়ি -কড়ি-ঝুড়ি আইজো লটকানো সিক্কায়
মোটকা ভরা ধানের গুনগান
জানে তামাটে মন
ভাষা লইয়া দ্যাশ, যে দ্যাশের ভাষা বাঙলা
সেটাই বাঙলা দ্যাশ
ভাষার কারবার লইয়াই আমার মনের গহীনে আইজ বাঙালমেল।