মে, ১৯, ২০২৫
দেশলাই
  • কবিতা
  • কথাসাহিত্য
    • গল্পসরগম
    • উপন্যাস
    • অণুগল্প ও অণুগল্প বিষয়ক
  • গদ্যধারা
  • উড়ন্তডুবুরী
    • সাক্ষাৎকার
    • রিভিউ
  • এক্সিবিশন
  • শিল্প
    • নাটক
    • চলচ্চিত্র
  • ধারাবাহিক
  • বিশেষ সংখ্যা
  • ডিরেক্টরি
    • মেলা
    • নাটক দল
    • বাউল দল
    • সাংস্কৃতিক সংগঠন
    • পাঠাগার
    • থিয়েটার
    • স্মরণ
    • প্রত্নতত্ত্ব
    • সাহিত্য পুরস্কার
    • প্রকাশনা সংস্থা
  • কেনাকাটা
    • বই : গদ্য
    • বই : গল্প
    • বই : কবিতা
    • বই : উপন্যাস
    • বই : দেড়ফর্মা
    • বই : নাটক ও চলচ্চিত্র
    • বই : ছড়া
    • লিটলম্যাগ
দেশলাই
দেশলাই
  • কবিতা
  • কথাসাহিত্য
    • গল্পসরগম
    • উপন্যাস
    • অণুগল্প ও অণুগল্প বিষয়ক
  • গদ্যধারা
  • উড়ন্তডুবুরী
    • সাক্ষাৎকার
    • রিভিউ
  • এক্সিবিশন
  • শিল্প
    • নাটক
    • চলচ্চিত্র
  • ধারাবাহিক
  • বিশেষ সংখ্যা
  • ডিরেক্টরি
    • মেলা
    • নাটক দল
    • বাউল দল
    • সাংস্কৃতিক সংগঠন
    • পাঠাগার
    • থিয়েটার
    • স্মরণ
    • প্রত্নতত্ত্ব
    • সাহিত্য পুরস্কার
    • প্রকাশনা সংস্থা
  • কেনাকাটা
    • বই : গদ্য
    • বই : গল্প
    • বই : কবিতা
    • বই : উপন্যাস
    • বই : দেড়ফর্মা
    • বই : নাটক ও চলচ্চিত্র
    • বই : ছড়া
    • লিটলম্যাগ
টাইপ করা শুরু করুন এবং বন্ধ করতে "এন্টার" বা "ESC" টিপুন
  1. আপনি দেখছেন: হোম >> পাণ্ডুলিপির কবিতা ...

পাণ্ডুলিপির কবিতা

উম্মে হাবীবা

জানুয়ারী, ১১, ২০২৩
অলংকরন: রাফি আহমেদ চঞ্চল

মোহাম্মদপুর

আমার জন্য মোহাম্মদপুর আনবেন
মানিক মিয়া এভিনিউ থেকে বৈশাখের আলপনা
এফ টি সি এল বাসের ভীড়
বিআরটিসি’র দশ টাকার টিকিট
শাহবাগ মোড়ের সবকটা ফুল দোকান
টাউনহলের কাঁচাবাজার
নয় এর এ থেকে মিনাবাজারের গলি
আলমাসের গলি রবীন্দ্র সরোবর
জেনেভা ক্যাম্প থেকে বোবার বিরিয়ানি
কাঁটাবন মোড় ফকিরাপুলের রাত
বকুল বিছিয়ে রাখা পরিবাগ
সংস্কৃতি বিকাশ কেন্দ্রের মহড়া কক্ষ
হাকিম চত্বর থেকে পাঁচ কাপ লাল চা

প্রথম মঞ্চায়ন হবে এরকম নাটকের
একটা পোস্টার আনতেন যদি
আমার ছেলেটা নিকুঞ্জ’র ১৯ নম্বরে
ওকে বললেই পাতা ফুরানো খাতা
আর একটা ময়লা টি-শার্ট দেবে
নতুন শপিং ব্যাগের মুখ আটকে
বসিলা ব্রিজের নিচে অনির্ণীত কোমায়
শুয়ে আছে কালো বুড়িগঙ্গা
তাকে বলবেন আমি এখন ভালো থাকি না

 

 

দেরাজ

ওটা আমার সবশেষ নিঃশ্বাস ছিলো
বেচে দিয়ে সাঁতার কিনে ফিরছি
এবারে বেচে দেবো দুই পা
তারপর চিঠির দেরাজ
মার্গারিটের ছবি
কাশির সিরাপ

সীমান্তপথের মতো তোমাকে পার হয়ে
নতুন দেশ কুড়িয়ে নেবো চোখে
নতুন পরিচয় হবে রিফিউজি
শ্রীযুক্ত কোনও ক্ষুদ্র নাম
সুনয়নী নয়তো পেঁচি
নুড়ি ঝিলম জল
অথবা খেদি

যেহেতু খিদে পাওয়ার ব্যামো আছে
রেশমের মতো পেটের ভেতরে
থিকথিক করা সুগন্ধি ঘা
কয়লার মতো গনগনে
কিযে উত্তাপ উত্তাপ
পুড়ে যাই তবু
পোড়ে না।

 

 

রাজহংসী মেঘ

রাতের অধিক রাত পাহাড় বেয়ে নেমে আসছে
আপনি কার কোঠায় যেতে চান নাম বলুন
অন্ধকার ঠিকঠাক পৌঁছে দেবে

রাজহংসী মেঘে বৃষ্টি এলে মা দুর্গার জয় হয়
তোমার মায়ের অঞ্জলির হাত আগুনে পোড়া
আঁচলে হাজার হাজার সূঁচ ফোটানোর দাগ
তবু দেমাগি হাসির ঝালর উড়িয়ে
ভিখারিকে বলেন এবেলা হবে না কাল এসো
অভুক্ত থাকার কথা বলতে পারি
পরিচিত পাহাড়ে তেমন অন্ধকার নামে না
অথচ অন্ধকারের সমষ্টিকে রাত জানে সবাই

আপনি কার কাছে যেতে চান পাহাড়কে বলুন
আশ্বিনে আমার কোঠায় রাত দিন দুই সমান।

 

 

সুগন্ধি ঠোঁট

শীত এক বিষণ্ণ পাথার
যেমন রাত কিছু কুকুরের চিৎকারের সমষ্টি
আর পাহাড় এক অসহ্য ব্যথার ভেতর
ঘুমে মরে যাওয়া পাংশুটে মুখ
যে মুখ থেকে তেরোতম জিভটি হারিয়েছে

আমার হারিয়েছে একজোড়া সুগন্ধি ঠোঁট
আমি সেই ঠোঁট খুঁজতে এখানে এসেছি
আলোগুলো জ্বালিয়ে দিন

আমার চোখ কখনো আয়ু বিক্রি করেনি
অপ্রেমিকের বিছানায় ঘুমিয়ে পড়েছিলাম
আমি হাঁটতে হাঁটতে
খুঁজতে খুঁজতে কিছুটা ক্লান্ত হয়েছিলাম
ভোর হবার আগেই চলে যাবো
যেখানে শীত এক বিষণ্ণ পাথার

রাত প্রেমিকের অভিশাপের যোগফল।

 

 

পাহাড় জন্ম

আঙুলের নিচ থেকে
একটা একটা করে পাহাড় গজিয়ে উঠছে
প্রসূতি ঘ্রাণে ডুবে যাওয়া ঠোঁট তুলে
জিজ্ঞেস করুন ওদের জনকের নাম
জন্মের সময় কয়টি আঙুল নিয়ে জন্মেছি
জিজ্ঞেস করুন রুটি মদে চুবিয়ে খাই
নাকি মানুষ কেটে তার রক্তে

জিজ্ঞেস করুন পাহাড় বড় হলে
কোথায় লুকিয়ে রাখবো
সন্তোষজনক জবাব না পেলে গুলি করুন
আমাকে এবং সবকটা পাহাড়কে

আঙুল নিয়ে জন্মানোর শাপ কাটিয়ে
যদি পুনর্জীবন পাই
পাহাড় জন্ম না দিয়ে
পাহাড়ের ভেতর থেকে পাহাড় হয়ে জন্ম নেবো

 

মন্তব্য, এখানে...

উম্মে হাবীবা

কবি, জন্ম দিনাজপুর জেলায়। প্রকাশিত বই- ঘাসে ঘাসে রক্ত ফুল (ঘোড়াউত্রা প্রকাশন)।

আরোও লেখা পড়ুন


পাণ্ডুলিপির কবিতা

উম্মে হাবীবা
জানুয়ারী, ১১, ২০২৩

অলংকরন: রাফি আহমেদ চঞ্চল

মোহাম্মদপুর

আমার জন্য মোহাম্মদপুর আনবেন
মানিক মিয়া এভিনিউ থেকে বৈশাখের আলপনা
এফ টি সি এল বাসের ভীড়
বিআরটিসি’র দশ টাকার টিকিট
শাহবাগ মোড়ের সবকটা ফুল দোকান
টাউনহলের কাঁচাবাজার
নয় এর এ থেকে মিনাবাজারের গলি
আলমাসের গলি রবীন্দ্র সরোবর
জেনেভা ক্যাম্প থেকে বোবার বিরিয়ানি
কাঁটাবন মোড় ফকিরাপুলের রাত
বকুল বিছিয়ে রাখা পরিবাগ
সংস্কৃতি বিকাশ কেন্দ্রের মহড়া কক্ষ
হাকিম চত্বর থেকে পাঁচ কাপ লাল চা

প্রথম মঞ্চায়ন হবে এরকম নাটকের
একটা পোস্টার আনতেন যদি
আমার ছেলেটা নিকুঞ্জ’র ১৯ নম্বরে
ওকে বললেই পাতা ফুরানো খাতা
আর একটা ময়লা টি-শার্ট দেবে
নতুন শপিং ব্যাগের মুখ আটকে
বসিলা ব্রিজের নিচে অনির্ণীত কোমায়
শুয়ে আছে কালো বুড়িগঙ্গা
তাকে বলবেন আমি এখন ভালো থাকি না

 

 

দেরাজ

ওটা আমার সবশেষ নিঃশ্বাস ছিলো
বেচে দিয়ে সাঁতার কিনে ফিরছি
এবারে বেচে দেবো দুই পা
তারপর চিঠির দেরাজ
মার্গারিটের ছবি
কাশির সিরাপ

সীমান্তপথের মতো তোমাকে পার হয়ে
নতুন দেশ কুড়িয়ে নেবো চোখে
নতুন পরিচয় হবে রিফিউজি
শ্রীযুক্ত কোনও ক্ষুদ্র নাম
সুনয়নী নয়তো পেঁচি
নুড়ি ঝিলম জল
অথবা খেদি

যেহেতু খিদে পাওয়ার ব্যামো আছে
রেশমের মতো পেটের ভেতরে
থিকথিক করা সুগন্ধি ঘা
কয়লার মতো গনগনে
কিযে উত্তাপ উত্তাপ
পুড়ে যাই তবু
পোড়ে না।

 

 

রাজহংসী মেঘ

রাতের অধিক রাত পাহাড় বেয়ে নেমে আসছে
আপনি কার কোঠায় যেতে চান নাম বলুন
অন্ধকার ঠিকঠাক পৌঁছে দেবে

রাজহংসী মেঘে বৃষ্টি এলে মা দুর্গার জয় হয়
তোমার মায়ের অঞ্জলির হাত আগুনে পোড়া
আঁচলে হাজার হাজার সূঁচ ফোটানোর দাগ
তবু দেমাগি হাসির ঝালর উড়িয়ে
ভিখারিকে বলেন এবেলা হবে না কাল এসো
অভুক্ত থাকার কথা বলতে পারি
পরিচিত পাহাড়ে তেমন অন্ধকার নামে না
অথচ অন্ধকারের সমষ্টিকে রাত জানে সবাই

আপনি কার কাছে যেতে চান পাহাড়কে বলুন
আশ্বিনে আমার কোঠায় রাত দিন দুই সমান।

 

 

সুগন্ধি ঠোঁট

শীত এক বিষণ্ণ পাথার
যেমন রাত কিছু কুকুরের চিৎকারের সমষ্টি
আর পাহাড় এক অসহ্য ব্যথার ভেতর
ঘুমে মরে যাওয়া পাংশুটে মুখ
যে মুখ থেকে তেরোতম জিভটি হারিয়েছে

আমার হারিয়েছে একজোড়া সুগন্ধি ঠোঁট
আমি সেই ঠোঁট খুঁজতে এখানে এসেছি
আলোগুলো জ্বালিয়ে দিন

আমার চোখ কখনো আয়ু বিক্রি করেনি
অপ্রেমিকের বিছানায় ঘুমিয়ে পড়েছিলাম
আমি হাঁটতে হাঁটতে
খুঁজতে খুঁজতে কিছুটা ক্লান্ত হয়েছিলাম
ভোর হবার আগেই চলে যাবো
যেখানে শীত এক বিষণ্ণ পাথার

রাত প্রেমিকের অভিশাপের যোগফল।

 

 

পাহাড় জন্ম

আঙুলের নিচ থেকে
একটা একটা করে পাহাড় গজিয়ে উঠছে
প্রসূতি ঘ্রাণে ডুবে যাওয়া ঠোঁট তুলে
জিজ্ঞেস করুন ওদের জনকের নাম
জন্মের সময় কয়টি আঙুল নিয়ে জন্মেছি
জিজ্ঞেস করুন রুটি মদে চুবিয়ে খাই
নাকি মানুষ কেটে তার রক্তে

জিজ্ঞেস করুন পাহাড় বড় হলে
কোথায় লুকিয়ে রাখবো
সন্তোষজনক জবাব না পেলে গুলি করুন
আমাকে এবং সবকটা পাহাড়কে

আঙুল নিয়ে জন্মানোর শাপ কাটিয়ে
যদি পুনর্জীবন পাই
পাহাড় জন্ম না দিয়ে
পাহাড়ের ভেতর থেকে পাহাড় হয়ে জন্ম নেবো

 

মন্তব্য, এখানে...

উম্মে হাবীবা

কবি, জন্ম দিনাজপুর জেলায়। প্রকাশিত বই- ঘাসে ঘাসে রক্ত ফুল (ঘোড়াউত্রা প্রকাশন)।

আরোও লেখা পড়ুন

কবিতা

বৈশাখের কবিতা : বাবুই পাখির রাফখাতা ...: বদরুজ্জামান আলমগীর

বদরুজ্জামান আলমগীর এপ্রিল, ১৪, ২০২২

বাবুই পাখির রাফখাতাপথ সবসময় মাটিতে শুয়ে থাকে নামাঝেমধ্যে পথ উঠে যায় আকাশের দিকেআকাশের দিকে উঠে গেলে পথকে আমরা আর পথ বলি না,নাম দিই গম্ভীর অয়োময় অট্টালিকা প্রাসাদনিউইয়র্কের ম্যানহাটনে ওয়া

কবিতা

বৈশাখের কবিতা : কোভিডের পর বৈশাখ ...: কাজল শাহনেওয়াজ

কাজল শাহনেওয়াজ এপ্রিল, ১৪, ২০২২

কোভিডের পর বৈশাখদীর্ঘ অবিস্মরণীয় সময় কাটিয়ে অপেক্ষা থেকে মুক্তি পেলাম।বিগত দুই বছর যথাসম্ভব নিবৃত করে রেখেছিলাম অনেক রকম বাসনা থেকে। সপ্তাহর পর সপ্তাহ একা একা দিনগুলি ঘুম পাড়িয়ে ছোট ছোট �

কবিতা

বৈশাখের কবিতা : নক্ষত্র নীলের গান ...: সুস্মিতা চক্রবর্তী

সুস্মিতা চক্রবর্তী এপ্রিল, ১৪, ২০২২

নক্ষত্র নীলের গানআবার বৃষ্টি গর্জনে মহাকালবৃত্ত ভাঙার অবারিত ধারাপাতআমিও শিখছি শিখছো তুমিও বেশচারিদিকে দেখো চিহ্নের সমাহারএ ঘোর সময় দুর্যোগ মারীকালপুড়ছে মানুষ মানুষের সংসারশ্রাবণ ধার

কবিতা

বৈশাখের কবিতা : বৈশাখ যেমন... ...: পাতা কুড়ানি

পাতা কুড়ানি এপ্রিল, ১৪, ২০২২

বৈশাখ যেমন..চৈত্রের কঠিন সর্বনাশ স্তিমিত করে বৈশাখ আসেশিলাবৃষ্টিটিষ্টি নিয়ে অনেক বেশি প্রাকৃতিকহয়ে উঠি; আমের মুকুল ঘিরে তুঙ্গে ওঠে ব্যস্ততাসমগ্র চিন্তা ও মননকে নিজের দিকে টেনে নেয়বালি চি

কবিতা

বৈশাখের কবিতা : বিদায়ী চুমুর প্রতিভাত ...: মাহফুজ সজল

মাহফুজ সজল এপ্রিল, ১৪, ২০২২

মঙ্গল মহতিমনের মর্জি ধরেবন এসে চোখে জুড়ে আসন্ন রঙের মুকুলবদলি হাওয়ায় আসে গ্রহণ এক ধান-দুর্বাকুল;রঙ লাগলেই রাঙা তুমি নতুন নিহিত চুমিজেনে যাবে দিন থেকে পরবর্তী দিনের উসুল-সময়-তো বিদায়ী চুমু’

কবিতা

বৈশাখের কবিতা : একটি টিপের জন্যে ...: আবুল এহসান

আবুল এহসান এপ্রিল, ১৪, ২০২২

একটি টিপের জন্যেবিশ্ব থেকে বহুবিশ্ব অসীমেরে দিয়েছি ঠাঁইএ হৃদয় তবু ফাঁকা পড়ে থাকে।কল্পনার যা কিছু আছে বাকিদুঃখ যদি দাও তারও বেশি এঁটে যাবে সবই।নক্ষত্রেরা জাগে ক্ষয়ে ক্ষয়ে মরেও যায়,সাগরের �

logo

বিষয়সমূহ >
কবিতা গল্পসরগম উপন্যাস অণুগল্প ও অণুগল্প বিষয়ক গদ্যধারা সাক্ষাৎকার রিভিউ এক্সিবিশন নাটক চলচ্চিত্র ধারাবাহিক বিশেষ-সংখ্যা বই নাটক দল

সাম্প্রতিক পোস্ট >

জাতীয় কবি ও তার কথাশিল্প

জাতীয় কবি ও তার কথাশিল্...

কামরুজ্জামান জাহাঙ্গীর

মে, ২৪, ২০২৪

অরুণরাগের লগ্নে

অরুণরাগের লগ্নে

হাসিন এহ্সাস লগ্ন

মে, ২৩, ২০২৪

গল্প : কালের সংক্ষুব্ধ ঢেউ

গল্প : কালের সংক্ষুব্ধ...

নাঈম আহমেদ

জুলাই, ২৮, ২০২৩

সর্বাধিক পঠিত >

জাতীয় কবি ও তার কথাশিল্প

জাতীয় কবি ও তার কথাশিল্...

কামরুজ্জামান জাহাঙ্গীর

মে, ২৪, ২০২৪

অরুণরাগের লগ্নে

অরুণরাগের লগ্নে

হাসিন এহ্সাস লগ্ন

মে, ২৩, ২০২৪

গল্প : কালের সংক্ষুব্ধ ঢেউ

গল্প : কালের সংক্ষুব্ধ...

নাঈম আহমেদ

জুলাই, ২৮, ২০২৩

সর্বাধিক পঠিত >

জাতীয় কবি ও তার কথাশিল্প

জাতীয় কবি ও তার কথাশিল্...

কামরুজ্জামান জাহাঙ্গীর

মে, ২৪, ২০২৪

অরুণরাগের লগ্নে

অরুণরাগের লগ্নে

হাসিন এহ্সাস লগ্ন

মে, ২৩, ২০২৪

গল্প : কালের সংক্ষুব্ধ ঢেউ

গল্প : কালের সংক্ষুব্ধ...

নাঈম আহমেদ

জুলাই, ২৮, ২০২৩

সাম্প্রতিক পোস্ট >

জাতীয় কবি ও তার কথাশিল্প

জাতীয় কবি ও তার কথাশিল্...

কামরুজ্জামান জাহাঙ্গীর

মে, ২৪, ২০২৪

অরুণরাগের লগ্নে

অরুণরাগের লগ্নে

হাসিন এহ্সাস লগ্ন

মে, ২৩, ২০২৪

গল্প : কালের সংক্ষুব্ধ ঢেউ

গল্প : কালের সংক্ষুব্ধ...

নাঈম আহমেদ

জুলাই, ২৮, ২০২৩

বিষয়সমূহ >

কবিতা গল্পসরগম উপন্যাস অণুগল্প ও অণুগল্প বিষয়ক গদ্যধারা সাক্ষাৎকার রিভিউ এক্সিবিশন নাটক চলচ্চিত্র ধারাবাহিক বিশেষ-সংখ্যা বই নাটক দল

logo

  • স্বত্ব© দেশলাই ২০২৩
  • কারিগরি সহযোগিতায় হুমায়ুন কবির
  • লেখা পাঠাতে
  • বিজ্ঞাপন
  • ডোনেশন
  • ইবুক
  • যোগাযোগ
  • স্বত্ব© দেশলাই ২০২৩
  • কারিগরি সহযোগিতায় হুমায়ুন কবির
  • লেখা পাঠাতে
  • বিজ্ঞাপন
  • ডোনেশন
  • ইবুক
  • যোগাযোগ