দৌঁড়াচ্ছে
লাল-ষাঁড়
যে ফুলটি ফুটেছিলো
বারোমাস— সুলভ
অথবা বৈশাখের জঙ্গলে। আজ তার
রঙিন শূন্যতা নিয়ে মা গেঁথে দিয়েছে
বাড়ির চৌকাঠ কিংবা গোয়ালের লাল-ষাঁড়
আমি তো শান্ত নদীর
হাটুজল—
ঝিনুক, বালি ও বাটা সরিষার ঘ্রাণ নিয়ে
ভেবেছি গোসল— এই দখিনের ধানক্ষেত বরাবরে।
যেন দৌঁড়াই প্রান্তর, সোহাগীর আতরে কচি লতাগুল্মের সংক্রান্তি।