১লা বৈশাখে
যাত্রাদলের সন্ন্যাসী সেজে কী করে বলব আমি
ডান হাত তুলে, “সকলের ভালো হোক! বছরের এই দিনে
সবার মনের ইচ্ছে পূর্ণ হোক তবে।”
আমি কি মেরির পুত্র, না কি চৈতন্য প্রভুর ছায়া—
অতখানি ক্ষমাশীল!
ধর্ষক, মিথ্যুক, খুনিদের ভালো চাইবো কী করে?
যারা আজ অপরের ঘরে আগুন জ্বালিয়ে পৈশাচিক নৃত্য করে,
যারা মানুষকে অপমান করে সুখী—
তাদের জন্য শুধু সীমাহীন ঘৃণা, অবিমিশ্র অভিশাপ!
উৎসব
ঢোলটা বাজাও জোরে, খানিকটা নাচ হয়ে যাক
আজ আমাদের অবাধ উৎসব
কোনো ভয় নেই, সামনে পুলিশ, পেছনে পুলিশ…
মুখোশেও কিছুটা সুবিধা, কেউ চিনবে না
আহা, শাড়িতে তোমাকে মানিয়েছে বেশ
হাসো, গান গাও, শাঁখ বাজালেও বিপদ কীসের?
সামনে পুলিশ, পেছনে পুলিশ, মাননীয় বলেছেন…
কী আনন্দে ফুলে ওঠে বুক!