১লা বৈশাখেযাত্রাদলের সন্ন্যাসী সেজে কী করে বলব আমি ডান হাত তুলে, “সকলের ভালো হোক! বছরের এই দিনে সবার মনের ইচ্ছে পূর্ণ হোক তবে।” আমি কি মেরির পুত্র, না কি চৈতন্য প্রভুর ছায়া— অতখানি ক্ষমাশীল!