কবিতা ও প্রবন্ধ লেখার পাশাপাশি নিয়মিত কবিতার অনুবাদ করেন। গান করেন, গান বাঁধেন, ছবি আঁকেন। সম্প্রতি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে তার প্রথম উপন্যাস। জন্ম- ১৯৭৭, কলকাতা। প্রকশিত বই - কবিতা: মায়ের লেখা রান্নাঘর (২০০০), অন্তর্বর্তী রূপকথার প্রচ্ছদ (২০০৩), করোগেটেড ওভারডোজ (২০০৭), ভাষা হারানোর অন্ধমাঠ (২০১০) উপন্যাস: অন্তহীন বেদনাঋতু (২০২০)