মীর রবি একজন বাংলাদেশী কবি, প্রাবন্ধিক ও সম্পাদক। তার জন্ম ১৯৯৮ সালের ২৪ নভেম্বর রংপুরের পীরগাছা উপজেলার প্রতাবজয়সেন মুন্সিপাড়া গ্রামে । প্রথম কবিতার বই ‘অ্যাকোয়ারিয়ামে মহীরুহ প্রাণ’ প্রকাশিত হয় ২০১৮ সালে। ২০১৯ সালে প্রকাশিত হয় ২য় বই ‘ইরেজারে আঁকা ব্ল্যাক মিউজিক’। ‘ক্রস মার্কার’ ( কবিতা ২০২০) ‘বুড়িগঙ্গা যহন কফিনে ঢুইকা যায়’ (দীর্ঘ কবিতা, ২০২১)। স্কুল জীবনে সম্পাদনা করছেন সাহিত্য পত্রিকা ‘মঞ্জুরি’ (২০১২)। এরপর সম্পাদনা করেন ছোটকাগজ ‘ঠোঙা’ (২০১৬)। বর্তমানে অনলাইন পত্রিকা ‘ককপিট’ সম্পাদনাতেই নিয়োজিত রয়েছেন।