জন্ম পশ্চিম মেদিনীপুর, ভারত। কবিতার ডাইমেনশনাল অথবা ঊর্ধ্ব স্থিরাঙ্ক মেপে চলাই কেবলমাত্র নেশা। প্রথম কাব্যগ্রন্থ ছায়ার মূলরোম , দ্বিতীয় কাব্যগ্রন্থ নির্জন পুরুষ অসুখ , তৃতীয় কাব্যগ্রন্থ জিরো কম্পাঙ্কের পেন্ডুলাম , চতুর্থ কাব্যগ্রন্থ ঈশ্বর ও ফারেনহাইট জ্বরের ঘোড়া ।
বৈশাখ পর্ব এক ও ক্রোমোজোমহিরণ্যকশিপুরের মতো
একদিন গভীর রাতে উঠে আমার মিশ্র ভগ্নাংশের তপোবন ছায়ায় তিনটি বৈশাখ্য
ক্রোমোজোমকে হত্যা করে ফিরে এলাম,
আমার পোশাক থেকে টকটকে লাল রঙের যতি চিহ্