স্বপন রায়

এপ্রিল, ১৪, ২০২২
জন্ম, জামশেদপুর (টাটানগর), ঝাড়খণ্ড। স্কুল- ইস্পাতনগরী রাউরকেলা, ওড়িশা।কলেজ জীবন-খড়গপুর। (পঃ বাংলা)। পত্রিকা সংপৃক্তি: দ্রিদিম, কবিতা ক্যাম্পাস, নতুন কবিতা। শখ: লেখালিখি। ঘোরাঘুরি। কয়েকটি স্বলিখিত বইও আছে।

বৈশাখের কবিতা : স্বপন রায়

বৈশাখের কবিতা : স্বপন রায়

স্বপন রায় এপ্রিল, ১৪, ২০২২

স্রোতোস্বঃলা…নদী…জল আমার চোখও আমারজলপাই এমন রংদেখলেই দেশ চিন চিন করবেসেই প্রথম যেবার গল্পটা ভারী হয়ে গেলকী বৃষ্টিআকাশহানাসেদিন থেকে আজ অবধি কাঁটাতারের নিরালা বুলেটেরাগ সেরেব্রামও রাগ