অরবিন্দ চক্রবর্তী। কবি ও সম্পাদক। জন্ম ফরিদপুর জেলার অধীনস্থ ভাঙ্গা উপজেলার রায়পাড়া সদরদী'তে। প্রকাশিত বই: ছায়া কর্মশালা (২০১৩), সারামুখে ব্যান্ডেজ (কাব্যগ্রন্থ, ২০১৬), নাচুকের মশলা (কাব্যগ্রন্থ, ২০১৮), রাত্রির রঙ বিবাহ (কাব্যগ্রন্থ, ২০১৯), অতিচল্লিশ ইন্দ্রিয়দোষ (২০২০), ছিটমহলচিহ্নিত (২০২০), ভেতরিন লুকিয়ে হলে সঙ্গে (২০২১), হরিণের গায়ে চারপাশ (২০২১), অ্যাকোস্টিক শরীর সুতরাং গিটারপূর্ণ এবং ফুর্তি অর্গ্যা
নিক (২০২২)।
সম্পাদিত গ্রন্থ: দ্বিতীয় দশকের কবিতা (২০১৬), অখণ্ড বাংলার দ্বিতীয় দশকের কবিতা (২০১৬), একজন উজ্জ্বল মাছ বিনয় মজুমদার (২০১৯)।সম্পাদনা করেন সাহিত্যের ছোটকাগজ- মাদুলি।