বৈশাখদূর্যোগ মহামারীর ঘনকালো বছর শেষেবন্য শ্বাপদের ন্যায় জরা মৃত্যুর দেশেএলো বোশেখনব প্রভাতে সংশপ্তক বেশেনবীন প্রবীণের প্রানে এলো জোয়ারনব প্রেম নব গানে উঠলো ধরনী হেসে।।