জন্ম নভেম্বর ১৬, ১৯৪১ সালে ভারতের পশ্চিমবঙ্গের বারাসাতে জন্মগ্রহণ করেন। পড়ালেখার হাতেখড়ি বারাসাতের কালীকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ে, পরে ১৯৫২ সালে ঢাকার লালবাগের ওয়েস্ট এন্ড স্কুলে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়ে ১৯৫৮ সালে ম্যাট্রিকুলেশন পাস করেন। ‘অগ্রগামী’ নামে একটি সাহিত্য পত্রিকা প্রকাশ করেন। পত্রিকাটির মাত্র ৩টি সংখ্যা প্রকাশিত হয়েছিল। মাহমুদুল হক যখন সপ্তম শ্রেণির ছাত্র তখন ‘রেড হর্নেট’ (১৯৫৪) ডিটেকটিভ উপন্যাস রচনা করেন। এ সময় তিনি ‘অরণ্য বাসর’ ও ‘আমি সম্রাট’ নামি দুটি রোমাঞ্চধর্মী উপন্যাসও লিখেছিলেন। তবে তিনি ১৯৮৪ সালের পর আর লেখালেখি করেন নি তার লিখিত উপন্যাস: অনুর পাঠশালা, নিরাপদ তন্দ্রা, জীবন আমার বোন, কালো বরফ, অশরীরী, পাতালপুরী, খেলাঘর, মাটির জাহাজ (১৯৭৭); শিশুতোষ উপন্যাস: চিক্কোর কাবুক; গল্পগ্রন্থ: প্রতিদিন একটি রুমাল, মাহমুদুল হকের নির্বাচিত গল্প, মানুষ মানুষ খেলা, অগ্রন্থিত গল্প। তার উপন্যাসের মধ্যে খেলাঘর-চলচ্চিত্ররূপ ২০০৬।
ভাই খসরু, যে বয়েসে ‘গরু চতুস্পদ জন্তু, ইহাদের দুইজোড়া পা ও একজোড়া শিং আছে, ইহারা খাস খায়–’ ইত্যাদি রচনা লিখতে বসে নম্বর তোলার চিন্তায় লোকে ভেবে ভেবে রোগা আধমরা হয়ে যায়, সে বয়েস আমার অন