Monday, 17 January, 2022
Previous
Next

দেশ স্বাধীনের পরও সাধনের দিদিমা অনেকদিন বেঁচে ছিলেন। ধুন্দি বলে দূর থেকে ঠিসি কাটলেও কাছে এসে জিজ্ঞেস করতাম- দিদিমা অরুণ কোথায়? অরুণ বাইরে গেছে। অরুণকে ধুলদিয়ার পুলে নিয়ে যাওয়ার পর ফিরে আসেনি। ওখান থেকে কেউ ফেরেনি। সাধন ফিরেছে। সাধনের দাদুও ফেরেনি। সাধনের ফিরে আসাটা অবাস্তব গপ্পো। আমরা জিজ্ঞেস করলে এড়িয়ে যেতো, কোনদিন গল্পচ্ছলেও বলেনি সেদিন কী ঘটেছিল। সেদিন যা ঘটেছিল গোইয়ার পেইন্টিং মতে, হাত বাঁধা যুবকদের সারি করা লাইনে সারিবদ্ধ জওয়ানেরা গুলি করছে। কেউ মৃত্যু ভয়ে নীল, কেউ মৃত্যুকে তুড়ি মেরে বুক চিতিয়ে গুলিকে আলিঙ্গন করছে। এই হতে পারে ধুলদিয়ার ফায়ারিং স্কোয়াড। সাধনের দিদিমা সিঁদূর পরতেন। জিজ্ঞেস করলে বলতেন- ওরা বাইরে গেছে, আসবে। একাত্তরের ২০শে এপ্রিল থেকে যা সব ঘটেছিল সবই দুর্ঘটনা, এর শিকার যারা তারা কেউ কেউ বেঁচে আছে।…

ডিরেক্টরি আসছে

দেশ স্বাধীনের পরও সাধনের দিদিমা অনেকদিন বেঁচে ছিলেন। ধুন্দি বলে দূর থেকে ঠিসি কাটলেও কাছে এসে জিজ্ঞেস করতাম- দিদিমা অরুণ কোথায়? অরুণ বাইরে গেছে। অরুণকে…

গদ্যধারা

সবপোস্ট

ডিরেক্টরি

আমাদের কথা বলার বিষয় মুক্তিযুদ্ধ, তার ভিতর দিয়ে কুসুমিত হয়ে উঠা আমাদের কথাশিল্প এবং তাতে বিরাজমান আমাদের প্রান্তজনের কথা থাকবে। এখানে বিষয় আছে তিনটি— মুক্তিযুদ্ধ, কথাসাহিত্য আর প্রান্তজন। প্রথমেই মুক্তিযুদ্ধ তথা আমাদের স্বাধীনতা শব্দটির প্রতি আমরা নজর দিতে পারি। তাতে স্বভাবতই সেই নজরের অনেক গভীরে যাওয়ার বাসনা হয় আমাদের। একধরনের সাংস্কৃতিক-সত্য আমরা খুঁজতে চাই। প্রকৃত ব্যাখ্যা খোঁজার বাসনা হয় আমাদের। আমরা সরাসরি এর আসল অর্থ বুঝতে চাই। কারণ মানবজন্ম তো নানাপদের স্বাধীনতা বা শৃঙ্খলের ভিতর দিয়েই যায়। কাজেই এর সাথে বোঝাপড়া করাটা একটা জটিল এবং দরকারি বিষয়ই বটে। তবে স্বাধীনতা বলতে আমাদের বোধে আসে যে আমরা কেবল একাত্তরের স্বাধীনতাকেই বুঝে নেবো! তাই তো হওয়ার কথা— এবং তা একধরনের স্বস্তিদায়ক বিষয়ও বটে। কারণ এই ধরনের প্রচারণায়…

এক্সিবিশন

Previous
Next

অণুগল্প ও অণুগল্প বিষয়ক

সবপোস্ট

যখন একটি অণুগল্প পাঠ করি , তখন এমন এক উচ্চতায় নিবিষ্ট করি আমার মন আর মগজ; প্রকৃতপক্ষে অই রকম হয়েই যায়;—আমার ভেতরে একধরণের অপারশূন্যতার সৃষ্টি হয়; বলা ভাল: আমি আসলে জাগতিক ভর/ বলের মধ্যে থাকি না। থাকা সম্ভব হয় না । আমি আর আমার আশপাশ কর্মহীন হয়ে পড়ে । গল্পপাঠে মনোযোগ দেয়ার সাথে সাথে আমার অন্যান্য ইন্দ্রিয়ের কার্যক্রম থেমে যেতে যেতে স্থির হয়ে যায় । উল্লসিত হয়ে হা হা করতে থাকে ভেতরের কেউ । আর উল্লেখিত এই ভাবাবস্থা না হলে বা না ঘটালে আমার অণুগল্পপাঠ অসম্পুর্ণ থেকে যাবে, যায় ।…

ধারাবাহিক

বাঙলার মূলব্যাপারটা কিন্তু আশ্চর্য লাগে। দুই বাঙলা ভাষাভাষী অঞ্চল দুইরকমভাবে বিকাশ লাভ করে, পিছনে পড়ে,…

নাটক

For deshlai.com

দেশলাই ইউটিউব

ই-বুক

পোনামাছের ঝাঁক